Monday, November 10, 2025
Google search engine
Homeখেলারিয়াল মাদ্রিদের ডাগআউটে আসছেন জাভি, স্কোয়াডে আসতে পারে যেসব নতুন মুখ

রিয়াল মাদ্রিদের ডাগআউটে আসছেন জাভি, স্কোয়াডে আসতে পারে যেসব নতুন মুখ

চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হতে যাচ্ছেন জাভি আলোনসো, যা প্রায় শতভাগ নিশ্চিত— এমনটাই বলছে স্প্যানিশ একাধিক গণমাধ্যম। ইতোমধ্যেই নতুন ক্লাবের জন্য জুন-জুলাইয়ের দলবদলের পছন্দের ফুটবলারের তালিকাও নাকি দিয়েছেন জাভি। দৈনিক এএস বলছে, ফ্লোরিয়ান ভিরস ও মার্তিন সুবিমেন্দি এই মিডফিল্ডারকে রিয়ালে চান জাভি। তার সাথে রিয়ালে আসতে পারে ডিফেন্ডার জনাথন থার।

মূলত জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদে ফেরাটা এখন সময়ের মাত্র। স্প্যানিশ গণমাধ্যমের মতে রিয়ালের দায়িত্ব নিতে রাজি বেয়ার লেভারকুজেনের এই স্প্যানিশ কোচ। এখন অপেক্ষা কার্লো অ্যানচেলোত্তির ভবিষ্যত নিশ্চিত হবার।

আলনসোর আগমনে, মাদ্রিদ স্কোয়াডে কী পরিবর্তন আসবে— আসছে এমন প্রশ্নও। রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে খেলা জাবি নিজে ছিলেন রক্ষনাত্মক মিডফিল্ডার। কোচিং ক্যারিয়ার শুরু পর মিডফিল্ডে নিয়ন্ত্রন বজায় রেখে খেলতে পছন্দ করেন জাবি। বেলিংহ্যাম, ভালভার্দে, আরদা গুলার, কামাভিঙ্গা, লুকা মড্রিচ, শুয়ামিনি, ড্যানি সেবায়োসের মতো মিডফিল্ডার আছে দলে।

তবে মাদ্রিদভিত্তিক পত্রিকা এএস বলছে বেয়ার লেভারকুজেনের তারকা মিডফিল্ডার ফ্লোরিয়ার ভিরসকে দলে নেয়ার জন্য রিয়ালকে বলেছেন এই কোচ। জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজও প্রস্তুত লস ব্লাঙ্কোস জার্সি গাড়ে জড়াতে। যদিও তাকে পেতে আগ্রহী আরও দুই জায়ান্ট ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ।

তবে আলোনসোর চাওয়ার তালিকায় রয়েছে আরও এক মিডফিল্ডার। জাভি যখন রিয়াল সোসিয়েদাদের বি দলের কোচ ছিলেন, তখন তার দলে ছিলেন মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দি। গত দুই তিন সিজনে সোসিয়েদাদের মূল দলে খেলে ইউরোপিয়ান জায়ান্টদের মন জয় করেছে এই স্প্যনিশ মিডফিল্ডার। সুবিমেন্দিকে দলে নেবার ইচ্ছের কথা রিয়ালকে জানিয়েছেন জাবি।

এই মৌসুমে ডিফেন্ডারদের ইনজুরিতে জর্জরিত রিয়াল মাদ্রিদ। চোটের কারণে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন কারভাহাল, গ্যাব্রিয়েল মিলিতাও। তাইতো আগামি মৌসুমে নতুন ডিফেন্ডার নিশ্চিত ভাবেই দলে নেবে লস ব্লাঙ্কোসরা। সেই তালিকায় আছে লেভাকুজেনের জার্মান তারকা জনাথন থার। ২৯ বছর বয়সি সাড়ে ৬ ফিটের দীর্ঘ দেহি থারের চুক্তি শেষ হতে যাওয়ায়, ট্রান্সফার ফি ছাড়ায় ভালো এক ডিফেন্ডার পেতে চায় রিয়াল। থারকে রাজি করাতে জাভি হতে পারে বড় টনিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments