Monday, November 10, 2025
Google search engine
Homeবিশ্বসৌদি আরবকে ৩ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে ৩ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (৩ মে) সকালে এই বিক্রয় ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের সৌদি সফরে একাধিক অস্ত্র চুক্তি সম্পাদনের ইঙ্গিত মিলছে।। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জাুনিয়েছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়। তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প। 

সৌদি আরব ইতিমধ্যে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে। ৪৭তম প্রেসিডেন্ট হবার পর প্রথম আনুষ্ঠানিক সফরের জন্য সৌদিকে বেছে নিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, সম্প্রতি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ইতালি গিয়েছিলেন।

/এআই

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments